ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

জেরুজালেমে বন্দুক হামলায় ৮ ইসরায়েলি আহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ১১:৫০  
আপডেট :
 ১৪ আগস্ট ২০২২, ১১:৫৯

জেরুজালেমে বন্দুক হামলায় ৮ ইসরায়েলি আহত
ছবি: সংগৃহীত

জেরুজালেমের ওল্ড সিটির কাছে একজন বন্দুকধারী একটি বাসে গুলি চালায়, এতে অন্তত আটজন ইসরায়েলি আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইহুদিদের জন্য একটি পবিত্র প্রার্থনা-স্থল ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে ইসরায়েলিদের বহনকারী বাসটি অপেক্ষা করার সময় রবিবার মধ্য রাতে এই হামলার ঘটনা ঘটে।

টাইমস অফ ইসরায়েল পত্রিকার মতে, আহতদের মধ্যে একজন ৩৫ বছর বয়সী গর্ভবতী নারীও রয়েছেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করতে ঘটনাস্থলে বাহিনী পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে খুঁজছে।

ইসরায়েলি বাহিনী সন্দেহভাজন হামলাকারীর খোঁজে সিলওয়ানের কাছাকাছি ফিলিস্তিনি পাড়ায় তল্লাশি চালাচ্ছে।

অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার নাতাশা ঘোনেইম জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় বাড়িঘরে তল্লাশি চালিয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তির সাথে সম্পর্কিত হতে পারে সন্দেহে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত