ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

চীনের পরীক্ষাগারে কুকুরের পেটে জন্ম নিল নেকড়ের ক্লোন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৫  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৪

চীনের পরীক্ষাগারে কুকুরের পেটে জন্ম নিল নেকড়ের ক্লোন
পরীক্ষাগারে পৃথিবীর প্রথম ক্লোন করা মেরুপ্রদেশীয় নেকড়ে মায়া। ছবি: সংগৃহীত

বেইজিংয়ের একটি পরীক্ষাগারে পৃথিবীর প্রথম ক্লোন করা মেরুপ্রদেশীয় নেকড়ে জন্ম হয়েছে, যার নাম দেয়া হয়েছে মায়া। চীনের বায়োটেকনোলজি সংস্থা সিনোজিন বায়োটেকনোলজি মেরুপ্রদেশীয় নেকড়ের এই ক্লোন তৈরি করেছে। সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে্‌র প্রতিবেদন অনুসারে, মায়ার জন্মের ১০০ দিন পেরিয়ে গিয়েছে এবং সে এখন সুস্থ আছে।

বন্য একটি মেরুপ্রদেশীয় স্ত্রী নেকড়ের ডিম্বাণু থেকে জন্ম হয়েছে মায়ার। তবে তার ভ্রুণ রাখা হয়েছিল বিগল প্রজাতির একটি কুকুরের জরায়ুতে। ওই মেরুপ্রদেশীয় স্ত্রী নেকড়ের ডিম্বাণু থেকে ১৩০টিরও বেশি নতুন ভ্রূণ তৈরি করা হয়। এর পরে সাতটি বিগলের জরায়ুতে প্রতিস্থাপন করা হয় ৮০টিরও বেশি ভ্রূণ। এতগুলো ভ্রূণের মধ্যে এক মাত্র মায়াই সুস্থ ভাবে জন্মগ্রহণ করে।

সিনোজিনে কর্মরত বিজ্ঞানীরা জানিয়েছেন, বন্য নেকড়ের প্রজাতির থেকেই কালক্রমে কুকুরের উৎপত্তি হয়েছে। নেকড়ে এবং কুকুরের জিনে বেশ মিলও লক্ষ করা যায়। আর সেই কারণেই কুকুরের জরায়ুতে এই ভ্রূণগুলি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত