ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪  
আপডেট :
 ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪০

মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন
এডওয়ার্ড স্নোডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসএ’র সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনকে রুশ নাগরিকত্ব প্রদান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ৭২ জন বিদেশিকে রুশ নাগরিকত্ব দেয়ার একটি আদেশে স্বাক্ষর করেন পুতিন। এ তালিকায় ৩৯ বছর বয়সী স্নোডেনও আছেন।

এনএসএ’র কম্পিউটার গোয়েন্দাবৃত্তিসংক্রান্ত পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্নোডেন। তবে একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি। এরপর বিচার থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন।

২০১৩ সালে রাশিয়ায় আশ্রয় নেন স্নোডেন। ৯ বছর ধরে সেখানেই আছেন তিনি। ২০২০ সালে রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া হয়েছিল এবং সেই সময়ে তিনি বলেছিলেন, নিজের মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার না করেই রাশিয়ান নাগরিকত্বের জন্য আবেদন করার পরিকল্পনা করছেন তিনি। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্নোডেনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণা করার পাঁচ দিন পর এই খবর আসায় কিছু রাশিয়ান রসিকতা করে প্রশ্ন তুলেছেন, স্নোডেনকে সামরিক পরিষেবার জন্য ডাকা হবে কিনা।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটির প্রধান সম্পাদক এবং পুতিন সমর্থক মার্গারিটা সিমোনিয়ান, তার টেলিগ্রাম চ্যানেলে গাঢ় হাস্যরসের সাথে লিখেছেন, স্নোডেনকেও কি যুদ্ধে যোগদানের চিঠি দেওয়া হবে?

স্নোডেনের আইনজীবী, আনাতোলি কুচেরেনা আরআইএ বার্তা সংস্থাকে বলেছেন, তার মক্কেলকে সেনা সমাবেশে ডাকা হয়নি কারণ তিনি আগে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরি করেননি।

কুচেরেনা আরও জানিয়েছেন, স্নোডেনের স্ত্রী লিন্ডসে মিলস, যিনি ২০২০ সালে একটি ছেলের জন্ম দিয়েছেন, তিনিও নাগরিকত্বের জন্য আবেদন করবেন।

স্নোডেনের রুশ নাগরিত্ব পাওয়ার বিষয়ে, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, তিনি মার্কিন নাগরিক হিসাবে স্নোডেনের মর্যাদার কোনও পরিবর্তন সম্পর্কে অবগত নন।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত