ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

গণভোটের পর রাশিয়ার সঙ্গে আর আলোচনা নয়: জেলেনস্কি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০  
আপডেট :
 ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৮

গণভোটের পর রাশিয়ার সঙ্গে আর আলোচনা নয়: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

মস্কো অধিকৃত ইউক্রেনীয় চারটি অঞ্চলে “গণভোট” করার পর কিয়েভের সাথে আর রাশিয়ার আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে এ কথা বলেন জেলেনস্কি। খবর: এএফপির।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে প্রহসনের এ গণভোটের প্রতি রাশিয়ার স্বীকৃতি তথাকথিত ক্রিমিয়া দৃশ্যপটের বাস্তবায়ন। এটি ইউক্রেনের ভূখ- অন্তর্ভূক্তির আরেকটি প্রচেষ্টা। এ ব্যাপারে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসে কোন লাভ নেই।’

তিনি বলেন, ‘সারা বিশ্বের চোখের সামনে রাশিয়া ইউক্রেনের ভূখ- দখলে নিতে তথাকথিত সরাসরি প্রহসনের গণভোট করছে।’

অস্ত্রের মুখে লোকজনকে সংবাদমাধ্যমের সামনে দাঁড় করিয়ে গণভোটের পক্ষে ফলাও করে খবর পরিবেশন করা হচ্ছে।

তিনি বলেন, ‘প্রহসনের নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সেখানে ব্যাপক অনিয়মের আশ্রয় নেয়া হয়।’

জেলেনস্কি আরও বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার কর্মকর্তা অপপ্রচারকারীদের একেবারে একটি বানানো গল্প।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত