ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

প্রাচীন আরব নগরী পেত্রা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪  
আপডেট :
 ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫০

প্রাচীন আরব নগরী পেত্রা
প্রাচীন আরব নগরী পেত্রা। ফাইল ছবি

পেত্রা জর্দানের দক্ষিণ-পশ্চিমের গ্রাম ওয়াদি মুসা-র হুর পাহাড়ের পাদদেশে অবস্থিত। ৪০০ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল নাবাতাইন রাজ্যের রাজধানী।

পেত্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ। এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ গুলোর জন্য বিখ্যাত।

১৮১২ সালে প্রাচীন শহরটিকে বিশ্বের কাছে উন্মোচন করেন সুইস পরিব্রাজক জোহান লুডিগ বুর্খার্দত। গুহার মধ্যে তৈরি শহরটির কোথাও কোথাও মাত্র ১২ ফুট চওড়া, মাথার ওপরে পাথরের দেয়াল।

এছাড়া রয়েছে অর্ধগোলাকৃতির একটি নাট্যশালা যেখানে প্রায় ৩০০০ দর্শক একসাথে বসতে পারে। গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেয়ালের গায়ে গ্রথিত সেই প্রাচীন দালানগুলো যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খাজনেত ফিরাউন নামের মন্দিরটি।

১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান ঘোষনা করে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত