ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

অক্টোবরে জার্মানিতে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ২৩:১২

অক্টোবরে জার্মানিতে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি
প্রতীকী ছবি।

গত অক্টোবর মাসে ইউরোপের দেশ জার্মানির মুদ্রাস্ফীতির হার পৌঁছেছে ১০.৪ শতাংশে। দুই জার্মানি একত্রিত হওয়ার পর এই প্রথম জার্মানির মুদ্রাস্ফীতি এক ঐতিহাসিক উচ্চতায় এসে পৌঁছেছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেডারেল পরিসংখ্যান অফিস এ বিষয়ে বিবৃতি প্রদান করে।

এজেন্সির প্রধান ড. জর্জ থিয়েল বলেন, গত বছরের তুলনায় ২০২২ সালে জ্বালানি পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ৪৩% ও গৃহস্থলী পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ৫৫%। প্রাকৃতিক গ্যাসের মূল্য গত বছরের তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে, যার হার শতকরা ১০৯.৮%।

জ্বালানি পণ্যের পর দ্বিতীয় সর্ব্বোচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে খাদ্যদ্রব্যের, যেটি প্রতিবছর ২০.৩% হারে বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি পণ্য বাদ দিয়ে মুদ্রাস্ফীতির হার দাঁড়ায় ৬.৫%। যদি জ্বালানি ও খাদ্যদ্রব্য উভয়ই বাদ দেওয়া হয় তাহলে মুদ্রাস্ফীতির হার কমে হয় ৫ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত