ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক টাওয়ারে বিমান বিধ্বস্ত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ১৭:১৪

যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক টাওয়ারে বিমান বিধ্বস্ত
বৈদ্যুতিক টাওয়ারে বিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের মন্টগোমারি কাউন্টিতে রোববার রাতে একটি বৈদ্যুতিক টাওয়ারের ওপরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। যার ফলে মন্টগোমারি কাউন্টিতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি করে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিমানটিতে পাইলটসহ দুজন আরোহী ছিলেন, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

মন্টগোমারি কাউন্টি কতৃপক্ষ জানিয়েছে, রথবারি ডক্টর অ্যান্ড গোশেন আরডি এলাকায় এ ঘটনা ঘটে। এতে মন্টগোমারির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলের প্রায় ৯০ হাজারের বেশি বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো। তবে মধ্য রাতেই বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়ে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

মন্টগোমারি কাউন্টি পুলিশের পক্ষ থেকে, নাগরিকদের আপাতত শহরের দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে। কারণ সেখানে এখনও বিদুৎবাহী তার ছড়িয়ে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ছোট বিমানটি ১০ ​​তলা সমান উচ্চতায় বিদ্যুতের টাওয়ারে আছড়ে পড়েছিল। এ সময় প্রচুর বৃষ্টিও হচ্ছিল বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত