ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাজ্যে নিযুক্ত ৬ কূটনীতিককে ফিরিয়ে নিলো চীন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ১৭:১৩  
আপডেট :
 ১৫ ডিসেম্বর ২০২২, ১৭:১৮

যুক্তরাজ্যে নিযুক্ত ৬ কূটনীতিককে ফিরিয়ে নিলো চীন
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চীনের কনস্যুলেটের সামনে দেশটির গণতন্ত্রপন্থীরা গত অক্টোবরে প্রতিবাদ সমাবেশে হামলা।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চীনের কনস্যুলেটের সামনে দেশটির গণতন্ত্রপন্থীরা গত অক্টোবরে এক প্রতিবাদ সমাবেশ করেন। ওই সমাবেশে বিক্ষোভকারীদের ওপর হামলাও হয়। এ হামলার জেরে ইংল্যান্ডে নিযুক্ত জ্যেষ্ঠ এক কূটনীতিকসহ ৬ কূটনীতিককে যুক্তরাজ্য থেকে ফিরিয়ে নিল চীন।

এ ঘটনার পর যুক্তরাজ্য কূটনৈতিক দায়মুক্তির অধিকার ছেড়ে দিতে চীনের প্রতি অনুরোধ জানিয়েছিল, যেন গোয়েন্দারা গত অক্টোবরের ঘটনা সম্পর্কে কূটনৈতিকদের জিজ্ঞাসাবাদ করতে পারে। ছয়জনের কেউই এখন বিচারের মুখোমুখি না হওয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি হতাশা প্রকাশ করেছেন।

কনসাল জেনারেল ঝেং জিয়াউয়ান ওই ছয়জনের মধ্যে একজন। তাঁর বিরুদ্ধে একজন বিক্ষোভকারীকে মারধরের অভিযোগ আছে, যদিও বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

এ ঘটনায় দেশটির সংসদ সদস্য অ্যালিসিয়া কেয়ার্নস ব্রিটেনের হাউস অব কমন্সে অভিযোগ করেছিলেন, চীনের কনসাল জেনারেল ঝেং জিয়াউয়ান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পোস্টার ছিঁড়ে ফেলেছেন। অর্থাৎ কনসাল জেনারেল ঝেং হামলার ঘটনায় জড়িত।

এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলেন, লোকজন বেআইনিভাবে অফিস চত্বরে প্রবেশ করেছিল। যেকোনো দেশের কূটনীতিকেরাই তাঁদের অফিস চত্বরে বিক্ষোভ দমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন।

গত ১৬ অক্টোবরে ওই বিক্ষোভে ছিলেন গণতন্ত্রপন্থী বব চান। তিনি হংকংয়ের। ওই দিন কনস্যুলেটের মাঠে টেনে নিয়ে যাওয়ার পর তাকে পিটিয়ে আহত করা হয়।

ওই বিক্ষোভের দিনে ছবিতে দেখা গেছে, বব চানের ওপর আক্রমণের সময় ঝেং জিয়াউয়ানও আছেন। যদিও এ কথা তিনি অস্বীকার করেছেন। এদিকে লন্ডনে চীনা দূতাবাসের মুখপাত্র বুধবার বলেছেন, যুক্তরাজ্য তাদের কর্মীদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

চীন বলছে, ঝেং জিয়াউয়ানের মেয়াদ শেষ হওয়ার পর চীনে ফিরে এসেছেন। চীনা কনস্যুলার কর্মকর্তাদের স্বাভাবিক আবর্তনের নিয়মেই তিনি চীনে ফিরেছেন।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত