উগান্ডায় বর্ষবরণ উদযাপনে পদদলিত হয়ে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১৭:১৪ আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৭:১৮

উগান্ডার রাজধানীতে কাম্পালায় একটি শপিং মলে বর্ষবরণ উদযাপনে সময় পদদলিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। রোববার স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
|আরো খবর
পুলিশের মুখপাত্র লুক ওওয়েসিগিয়ার বলেছেন, কাম্পালার ফ্রিডম সিটি মলের বাইরে আতশবাজি চলাকালে একটি পদদলনের ঘটনা ঘটে। যার ফলে তাৎক্ষণিকভাবে পাঁচজন মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়।
জরুরী পরিষেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যায়, যেখানে মোট নয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়।
ওওয়েসিগিয়ার বলেন, নিহতদের মধ্যে বেশিরভাগই কিশোর। তবে তাদের বয়স সম্পর্কে আরও বিশদ বিবরণ দেননি তিনি। তিনি আর বলেন, অতিরিক্ত ভিড় এবং অবহেলার কারনেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
কাম্পালা পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, নববর্ষের আতশবাজি দেখতে ফ্রিডম সিটি মলের বাইরে অনেক বেশি মানুষ ভিড় করেছিল। কিন্তু জায়গাটি তুলনামূলক সরু হওয়ায় সেখানে প্রবেশ করতে গিয়ে আটকে গিয়েছিল অনেকে।
উল্লেখ্য, কোভিড -১৯ মহামারী এবং সুরক্ষা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার পরে, তিন বছরের মধ্যে প্রথমবারের মত নববর্ষ উদযাপন করছে পূর্ব আফ্রিকার দেশটি।
বাংলাদেশ জার্নাল/এমআর