ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ইউক্রেনের হামলায় ৬৩ রুশ সেনা নিহতের দাবি রাশিয়ার

  আর্ন্তজাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০৫:৪৭

ইউক্রেনের হামলায় ৬৩ রুশ সেনা নিহতের দাবি রাশিয়ার
ফাইল ছবি।

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ জন রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দোনেৎস্ক প্রদেশের রাশিয়া-নিয়ন্ত্রিত অংশে নতুন বছরের আগে ইউক্রেনীয় বাহিনী ছয়টি হিমার্স রকেট ছুড়েছে এবং সেগুলোর দুটি ভূপাতিত করা হয়েছে সোমবার রুশ মন্ত্রণালয় জানিয়েছে। তবে বাকি চারটি রকেটের আঘাতে মাকিভকা নগরীর সাবেক একটি প্রশিক্ষণ স্কুলে স্থাপন করা অস্থায়ী ব্যারাক ধ্বংস হয়েছে এবং ৬৩ সেনা মারা পড়েছে।

এদিকে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত ৪০০ রুশ সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন।

তবে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সৈন্যদের হতাহতের ব্যাপারে ইউক্রেন যে দাবি করেছে, সেই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। তবে রাশিয়াপন্থি দোনেৎস্কের কর্তৃপক্ষ হতাহতের তথ্য স্বীকার করলেও সঠিক পরিসংখ্যান নিশ্চিত করেনি।

সোমবার রাজাধানী কিয়েভসহ আশাপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা চালানো হয়। ইউক্রেনের দাবি, ২০২৩ সালের দ্বিতীয় দিনে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা বাড়িয়েছে মস্কো। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ড্রোন হামলা প্রতিহত করেছে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত