ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৪ মিনিট আগে
শিরোনাম

হিজাব বিরোধী বিক্ষোভ: আরও দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান

হিজাব বিরোধী বিক্ষোভ: আরও দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান
মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর থেকে ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফাইল ছবি

হিজাব ইস্যুতে বিক্ষোভের সময় আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে আরও ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। এই মামলায় ১৩ জন পুরুষ ও তিন নাবালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এদের সবাইকে সাজা দেয়া হয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইশি জানিয়েছেন, রুহুল্লা আজামিয়া নামের ওই সেনাকর্মীর মৃত্যু হয় ৩ নভেম্বর। ১৬ জনের একটি দল তাকে ঘিরে ধরেছিল। তাদের পাথর ও ছুরির আঘাতেই মৃত্যু হয় আজামিয়ার।

বিচার বিভাগের অফিসিয়াল নিউজ আউটলেট অনুসারে, দেশটির সুপ্রিম কোর্ট তাদের সাজা নিশ্চিত করার কয়েকদিন পর শনিবার ভোরে মোহাম্মদ মেহেদি কারামি এবং মোহাম্মদ হোসেইনি নামে দুই জনেরর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ।

বিচার বিভাগ তথ্য অনুসারে, আজামিয়ার মৃত্যুর সাথে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, কারামি এবং হোসেইনি প্রধান সন্দেহভাজন ছিলেন।

শনিবারের ফাঁসি নিয়ে এই মামলায়ে এখন পর্যন্ত মোট চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। এরআগে গত ডিসেম্বরে মোহসেন শেকারি এবং মাজিদ্রেজা রাহনাভার্ড নামে দুই ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছিল। তাদের মাশহাদ শহরে একটি নির্মাণ ক্রেন থেকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়েছিল। তারা মোহারেবেহ বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল।

এদিকে, অসম্পূর্ণ তদন্তের বরাত দিয়ে সুপ্রিম কোর্ট এই মামলায় আরও তিনজনের আপিল গ্রহণ করেছে। তবে এটি বিভিন্ন মামলায় আরও বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজতে মৃত্যু হয় মাহসা আমিনি নামে এক তরুণীর। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। প্রথমে বিক্ষোভ ইরানের কুর্দি অধ্যুষিত উত্তরপশ্চিমাঞ্চলে শুরু হলেও ক্রমে তা দেশটির ৮০টি শহর ও নগরে ছড়িয়ে পড়ে। যা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে সরকারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানের বিক্ষোভ শুরুর পর থেকে সহিংসতায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

বিচার বিভাগের পরিসংখ্যান অনুসারে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের প্রায় অর্ধেক রাজধানী তেহরানে। যাদের মধ্যে ৭৫০ জনকে সাম্প্রতিক দাঙ্গায় জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে। তবে মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, আমিনির মৃত্যুর পরে অস্থিরতায় প্রায় ১৫ হাজার লোককে আটক করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত