ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

জাপান উপকূলে জাহাজ ডুবে চীনা নাগরিকসহ নিহত ৮

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১৩:০৫

জাপান উপকূলে জাহাজ ডুবে চীনা নাগরিকসহ নিহত ৮
ছবি: সংগৃহীত

জাপান উপকূলে চীনের একটি কার্গো জাহাজ ডুবে আট জনের মৃত্যু হয়েছে। এরআগে জাহাজের ১৪ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জিন তিয়ান নামের জাহাজটিতে চীন ও মিয়ানমারের ২২ জনের এক নাবিকদল ছিল বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোররাত পৌন ৩টার দিকে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডানজো দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে বন্দরশহর নাগাসাকি ও দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের মধ্যবর্তী সাগরে জাহাজটি ডুবে যায়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি থেকে এক ব্যক্তি জানিয়েছিলেন সেটি কাত হয়ে পানিতে ডুবে যাচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে জাহাজেটি ডুবে যায় বলে জানিয়েছে চীনা গণমাধ্যমটি।

ফুকুওকা নগরীতে চীনের কনসাল জেনারেল লু গুইজুন রাষ্ট্রীয় সম্প্রচারক সিজিটিএনকে বলেছেন, আটজনের প্রাণহানি নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন চীনা নাগরিক।

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত