ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

পুলিশের মারধরে কৃষ্ণাঙ্গের মৃত্যুতে শান্ত থাকার আহ্বান বাইডেনের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১৯:০৫  
আপডেট :
 ২৭ জানুয়ারি ২০২৩, ১৯:১৪

পুলিশের মারধরে কৃষ্ণাঙ্গের মৃত্যুতে শান্ত থাকার আহ্বান বাইডেনের
টায়ার নিকোলাস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেমফিসে মারধরে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার জনগণ ও পুলিশ বাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ৭ জানুয়ারি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন টায়ার নিকোলাস নামের ২৯ বছরের এক কৃষ্ণাঙ্গ যুবক। সে সময় মেমফিস পুলিশ ডিপার্টেমেন্টের ৫ অফিসার নিকোলাসের গাড়ি আটকায়। এর পর পাঁচ জন পুলিশ অফিসার ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। এতেই অসুস্থ হয়ে পড়েন নিকোলাস। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ১০ জানুয়ারি সেখানেই তার মৃত্যু হয়। এর পরই বিষয়টি নিয়ে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়।

মেমফিস পুলিশ বিভাগ জানিয়েছে, বিপদজনক ভাবে গাড়ি চালানোর অভিযোগে নিকোলাসের গাড়়ি আটকানো হয়েছে বলে তখনই তাড়া করে নিকোলাসের গাড়ি আটকানো হয়। কর্মকর্তারা তার গাড়ির কাছে এলে নিকোলস পালানোর চেষ্টা করলে তারা তখন তাকে মারধর করে। মারধরে নিকোলস শ্বাসকষ্টের অভিযোগ করেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মেমফিস পুলিশ বিভাগ আরও জানিয়েছে, পুলিশের বিভাগীয় তদন্তে উঠে আসে অভিযুক্ত পাঁচ অফিসার অতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন। যার প্রয়োজন ছিল না। এর পর পুলিশ বিভাগ থেকে সরিয়ে দেয়া হয়েছিল ওই পাঁচ অফিসারকে।

বুহস্পতিবার তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ আক্রমণ, অপহরণ, অফিসিয়াল অসদাচরণ এবং অফিসিয়াল নিপীড়নের অভিযোগ রয়েছে। ওই পাঁচ পুলিশ অফিসারও কৃষ্ণাঙ্গ ।

এদিকে নিহত টায়ারের শোকাহত পরিবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসুচির আহবান জানালে বাইডেন সেখানে যোগ দিয়ে বলেন, বিচার বিভাগ এই হত্যাকান্ডের তদন্ত করছে এবং রাজ্য কর্তৃপক্ষও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমি শান্তিপূর্ণ প্রতিবাদের ডাকে টায়ারের পরিবারের সাথে আছি। বাইডেন বলেন, ক্ষোভ যুক্তি সঙ্গত, কিন্তু সহিংসতা কখনই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে এক পুলিশ অফিসারের মারধরে মৃত্যু হয়েছিল জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির। ফ্লয়েডের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে, প্রতিবাদে রাস্তায় নেমেছিল কৃষ্ণাঙ্গসহ লাখো মানুষ। মিনেপোলিসের এক পুলিশ অফিসার কী ভাবে জর্জ ফ্লয়েডের গলায় পা চেপে ধরেছিলেন তা দেখেছিলেন গোটা বিশ্ব। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়ে মার্কিন পুলিশকে।

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত