ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

জাপানের অপরূপ সাগানো ব্যাম্বো ফরেস্ট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:৩৭  
আপডেট :
 ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:৫৪

জাপানের অপরূপ সাগানো ব্যাম্বো ফরেস্ট
ছবি: সংগৃহীত

আপনিও চাইলে ঘুরে আসতে পারেন জাপানের ঐতিহ্যবাহী সেই অপরূপ বাঁশ বাগান বা সাগানো ব্যাম্বু ফরেস্ট থেকে।

প্রায় ১৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা ব্যাম্বু ফরেস্ট কিয়োটো শহরে অবস্থিত ৷ বনের সৌন্দর্যের পাশাপাশি বাতাসের দুলুনিতে যে রোমাঞ্চকর শব্দের সৃষ্টি হয় তা সত্যিই শিহরণ জাগিয়ে দেয়ার মত ৷ পর্যটকদের হাঁটার জন্যও বনের মাঝখান দিয়ে চলে গেয়ে আঁকা বাঁকা পথ।

জাপানের নাগরিকেরা বাঁশ বাগানের এই অপূর্ব শব্দটি ভোটের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা নেয়ার জন্য জাপান সরকার কে আহ্বান জানিয়েছে। পর্যটকদের জন্য ২৪ ঘন্টাই খোলা থাকে এই বাঁশ বাগানটি। বাঁশ বাগানের মাঝখান দিয়ে তৈরি শনের বেড়ার নিচে লাগানো হলুদ রঙের বাতি যখন রাতে জ্বলে উঠে তখন মনে হয় যে এটি শত মাইলের দীর্ঘ পথ হলে অনেক ভালো হতো।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত