ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ডলফিনের সঙ্গে সাঁতারের সময় প্রাণ গেল কিশোরীর

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৯

ডলফিনের সঙ্গে সাঁতারের সময় প্রাণ গেল কিশোরীর
ডলফিনের সঙ্গে সাঁতারের সময় প্রাণ গেল কিশোরীর । ছবি: সংগৃহীত

নদীতে সাঁতার কাটার সময় হাঙরের হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ ফেব্রয়ারি) দেশটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী পার্থে সোয়ান নদীতে এ ঘটনা ঘটে।

ওই মেয়েটি নদীতে সাঁতার কাটার জন্য পার্থ থেকে এসেছিল। বন্ধুর সঙ্গে সাঁতার কাটার সময় হাঙ্গর মেয়েটিকে আক্রমণ করে।

পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের ইন্সপেক্টর পাওয়ের রবিনসন বলেন, ওই কিশোরি যেখানে লাফালাফি করছিল তার কাছাকাছি হয়ত ডলফিন ছিল। এ ধরনের দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক। এ খবর শোনার পর মেয়েটির পরিবার সত্যিই ভেঙে পড়বে।

এ ঘটনার পর স্থানীয়দের ওই নদীতে না নামতে নিদের্শনা দেয়া হয়েছে। এছাড়া বিচের কাছাকাছি যেতেও নিষেধ করা হয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে হাঙরের হামলায় ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। পার্থের পোর্ট বিচে সাদা হাঙর এ হামলা চালিয়েছিল। একই বছর জানুয়ারিতে সোয়ান নদীতে সাঁতার কাটার সময় বুল প্রজাতির হাঙরের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের পানিতে শতাধিক প্রজাতির হাঙর বাস করে।

গত ফেব্রুয়ারিতে দেশটির পূর্ব উপকূলে হাঙরের হামলায় একজন সাঁতারু নিহত হওয়ার পর আইকনিক বন্ডি ও ব্রন্টেসহ সিডনির বেশ কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ৬০ বছরের মধ্যে শহরের সমুদ্রসৈকতে সেটা ছিল এ রকম প্রথম ঘটনা।

বাংলাদেশ জার্নাল/সামি/আরআই

  • সর্বশেষ
  • পঠিত