ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহী অঞ্চলে সরকারি বাহিনীর হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২০  
আপডেট :
 ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৫

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহী অঞ্চলে সরকারি বাহিনীর হামলা
ছবি: সংগৃহীত

সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক ও সিরিয়ার বেশ কিছু অঞ্চল। এর কয়েক ঘন্টা পর সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বোমা হামলা চালায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী। মঙ্গলবার এমনই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের মারিয়া শহরের অধিকারকর্মী মামুন আল-খাতিব বলেছেন, এই এলাকায় চার থেকে পাঁচটি বোমা ছোড়া হয়।

মঙ্গলবার ব্রিটিশ এমপি ও বৈদশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আলিসিয়া কেয়ার্ন্স এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মারিয়া শহরে সত্যিকারের নিষ্ঠুর এবং জঘন্য হামলা চালিয়েছেন। দক্ষিণ দিকের এ শহরটিতে ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর মধ্যে হামলা হয়। তবে এ হামলায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে সেনাবাহিনীর একটি সূত্র মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছে।

একজন বেসামরিক ব্যক্তি মিডল ইস্ট আইকে হামলার ব্যাপারে বলেছেন, ভূমিকম্পের দুই ঘণ্টার কম সময়ের মধ্যে হামলা হয়। রাত ২টার দিকে ওই অঞ্চলের কাছে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই আমি।

৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৯৫৭ জন। অন্যদিকে তুরস্কের প্রতিবেশী সিরিয়ায় নিহত দাঁড়িয়েছে ২ হাজার ৫০০ জন। সিরিয়ায় নিহতদের বেশিরভাগই বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে।

শক্তিশালী এ ভূমিকম্পে তুরস্কে ৬ হাজারের বেশি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

বাংলাদেশ জার্নাল/সামি/এমআর

  • সর্বশেষ
  • পঠিত