ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

টাকার বিনিময়ে ‘ব্লু ব্যাজ’ দেবে ফেসবুক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩০  
আপডেট :
 ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৯

টাকার বিনিময়ে ‘ব্লু ব্যাজ’ দেবে ফেসবুক
ছবি: সংগৃহীত

টাকার বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড করা যাবে বলে ঘোষণা দিয়েছেন জায়ান্ট কোম্পানি মেটার (ফেসবুক) প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, চলতি সপ্তাহে আমরা ‘মেটা ভেরিফাইড’ সাবক্রিপশন সেবা চালু করতে যাচ্ছি। এর ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা পাওয়া যাবে। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষাও মিলবে এই গ্রাহক সেবায়।

মার্ক জুকারবার্গ বলেছেন, ওয়েবে মেটা ভেরিফাইড মাসে ১১ দশমিক ৯৯ ডলার ও আইওএসে (আইফোন) ১৪ দশমিক ৯৯ ডলার খরচ হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ব্লু ব্যাজ।

প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই সেবা চালু করা হবে বলে পোস্টে তিনি লিখেছেন। তিনি আরও লিখেছেন, পর্যায়ক্রমে আরও দেশে ব্লু ব্যাজ প্রদানের পরিষেবা চালু করা হবে।

এর আগে, ২০২২ সালের শেষ দিকে টুইটার কিনে নেয়ার পর একইভাবে টুইটারের ভেরিফিকেশন টুলস ‘ব্লু টিক’ বিক্রির ঘোষণা দেন ইলন মাস্ক।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত