মিসরীয় জেলেকে ৪ হাজার ৭৬০ বছরের কারাদণ্ড দিল গ্রিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০১

গ্রিসে মানবপাচারের দায়ে ৪ হাজার ৭৬০ বছরের জন্য কারাদণ্ড পেলেন এক মিসরীয় জেলে। লিবিয়া থেকে গ্রিসে পাঁচ শতাধিক মানুষকে পাচার করেছিলেন আল ফালাহ নামের ওই জেলে। গত বছরের নভেম্বরে এ কাজ করেন তিনি। গত সপ্তাহে তার অপরাধ প্রমাণ হলে এ সাজা দেয়া হয়। সূত্র: ইউরো নিউজ
|আরো খবর
এদিকে এমন রায়ে ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, আল-ফালাহ নিজেই একজন অভিবাসী। তাকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে গ্রিস প্রশাসন। গ্রিসের ক্রিটের বন্দরে ২০২২ সালের নভেম্বরে যখন অভিবাসীবাহী নৌকাটি আসে, তখন নৌকাটি চালাচ্ছিলেন ৪৫ বছরের মিসরীয় জেলে ফালাহ। উপকূলের কাছে ঝড়োবাতাসে নৌকাটি নিয়ন্ত্রণ হারালে গ্রিসের কোস্টগার্ডে বিপদ সংকেত পাঠায় নৌকাটি। তাদের সহায়তায় পরে নৌকাটি উপকূলে আসে।
বাংলাদেশ জার্নাল/এমএ