ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া ২২ হাজার বন্দিকে ক্ষমা করলো ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০৬

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া ২২ হাজার বন্দিকে ক্ষমা করলো ইরান
ছবি: সংগৃহীত

ইরানের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া ২২ হাজার বন্দিকে ক্ষমা করেছে দেশটির বিচার বিভাগ। সোমবার এ কথা জানিয়েছেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রাষ্ট্রীয় গণমাধ্যম গত মাসের প্রথম দিকে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানে ভিন্নমতের বিরুদ্ধে মারাত্মক দমন-পীড়নের সময় বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজনসহ ‘হাজার হাজার’ বন্দিকে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি ক্ষমা করেছেন।

এরই অংশ ‍হিসেবে এখন পর্যন্ত ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে, যার মধ্যে বিক্ষোভে অংশ নেয়া ২২ হাজার লোক রয়েছে। তবে কোন মেয়াদে তাদের ক্ষমা মঞ্জুর করা হয়েছে বা কখন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা মোহসেনি উল্লেখ করেননি।

গত সেপ্টেম্বরে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে এক ইরানি কুর্দি তরুণীর মৃত্যুর পর থেকে ইরান বিক্ষোভে ভেসেছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্রের জন্য এই বিক্ষোভ সবচেয়ে সাহসী চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে সর্বস্তরের ইরানিরা অংশ নিয়েছে।

বাংলাদেশ জার্নাল/সামি/এমএ

  • সর্বশেষ
  • পঠিত