ইমরানের বাসভবনে পুলিশ, মরিয়মকে দুষছে পিটিআই
আন্তর্জাাতি ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৬:৪৫ আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৬:৫৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে অভিযানের নেপথ্যে রয়েছেন মরিয়ম নওয়াজ। রোববার দলীয় কার্যলয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে।
|আরো খবর
দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, জামান পার্কে দলের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে অভিযানকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। আর এই হামলা এবং ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা তাকে দমানোর জন্য ‘লন্ডন পরিকল্পনার অংশ’ বলছে দলটি।
দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করানোর চেষ্টা এবং তার বাড়িতে অভিযান পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান সমন্বয়কারী মরিয়ম নওয়াজের পরিকল্পনার অংশ ছিল।
এদিকে এক ভিডিও বার্তায় ইমরান খানের বোন উজমা খানম দাবি করেন, পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অভিযান পরিচালনা করেছে। পুলিশ সদস্যরা নারীদের হয়রানি এবং বাড়ির কাজের লোকদের নির্যাতন করেছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সদস্যরা বাড়িতে প্রবেশ করে নিরস্ত্র লোকদের নির্মমভাবে মারধর করে। তার স্বামী ও কয়েকজন কাজের লোককে পুলিশ তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন উজমা।
পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহি অভিযানের পর জামান পার্ক পরিদর্শন করেন এবং এই পদক্ষেপকে ‘বর্বরতা ও সহিংসতা’ বলে অভিহিত করেন।
মরিয়ম শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে পারভেজ এলাহি বলেন, পুলিশ ইমরানের বাড়ির নারীদেরও অসম্মান করেছে। কর্মী ও কাজের লোকদের ওপর বোমা ও রাবার বুলেট ছোড়ার নিন্দা জানান তিনি।
আগের দিন শনিবার আলোচিত তোষাখানা দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে লাহোরের জামান পার্ক বাসভবন থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা দেয়ার পর তার বাসায় পুলিশ এই অভিযান চালায়। এসময় পিটিআই নেতা ও ইমরান খানের সমর্থকরা বাধা দিলে তাদের বেধড়ক পেটানো হয়। জিও নিউজের খবরে বলা হয়েছে, দেশটির পুলিশ ইমরান খানের সমর্থকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় অন্তত ২০ পিটিআই নেতাকর্মীকে
বাংলাদেশ জার্নাল/সামি/আরকে