ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত বেড়ে ২৬

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১০:২০  
আপডেট :
 ২৬ মার্চ ২০২৩, ১০:৩২

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত বেড়ে ২৬
যুক্তরাষ্ট্রে বিধ্বংসী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে একাধিক রাজ্য। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে একাধিক রাজ্য। ক্যালিফোর্নিয়ার পরে এবার টর্নেডোতে তছনছ হলো মিসিসিপি।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মিসিসিপি জুড়ে টর্নেডো এবং শক্তিশালী বজ্রঝড়ে কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছেন।

আহত হয়েছেন অসংখ্য মানুষ। কয়েকশ' মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। প্রায় ৩২ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

প্রবল বাতাস এবং ঝড়ের দাপটে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দেশটির আবহাওয়া দফতরের আশঙ্কা, টর্নেডোয় প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভার পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোট শহরে পড়েছে।

ঝড়ের কারণে গোটা শহর বিদ্যুৎহীন ছিল। শহরের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রচুর গাছ ভেঙে পড়ে।

মিসিসিপির গভর্নর টেট রিভস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মারাত্মক টর্নেডোতে অন্তত ২৬ জন মিসিসিপিবাসী মারা গেছেন। অনেকে আহত হয়েছেন। উদ্ধারকারী দল এখনও কাজ করছে।

রোলিং ফর্কের মেয়র এলড্রিজ ওয়াকার বলেন, টর্নেডোর আঘাতে আমার শহর ধ্বংস হয়ে গেছে। তবে আমরা আবার উঠে দাঁড়াব।

সূত্র: সিএনএন, বিবিসি।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত