ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি যুবক নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৩, ১৩:১০  
আপডেট :
 ২২ মে ২০২৩, ১৩:১২

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি যুবক নিহত
ছবি- সংগৃহীত

অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে নাবলুসে বালাতা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অভিযানে মুহাম্মদ আবু জায়তুন, ফাতি আবু রিজক ও আব্দুল্লাহ আবু হামদান নামে তিন ফিলিস্তিনি যুবক নিহত হন। এছাড়া ছয়জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয়।

স্থানীয় বাসিন্দারা আল জাজিরাকে জানায়, সোমবার মধ্যরাতে ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে। তখন তারা ক্যাম্পের ভেতরে অ্যাম্বুলেন্স এবং সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দেয়।

আরও পড়ুন...প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণে গেলেন সৌদির নারী নভোচারী

এই অভিযানটি এ বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল বলেছে স্থানীয়রা।

চলতি বছরের শুরু থেকেই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একের পর এক আক্রমন চালিয়েছে এবং এই মাসের শুরুর দিকে বালাটায় অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করে।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত