ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

থাইল্যান্ডে ঘূর্ণিঝড়ে স্কুলের ছাদ ধসে চার শিশুসহ নিহত ৭

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৩, ১২:০০

থাইল্যান্ডে ঘূর্ণিঝড়ে স্কুলের ছাদ ধসে চার শিশুসহ নিহত ৭
ছবি- সংগৃহীত

থাইল্যান্ডে ঘূর্ণিঝড়ে স্কুল ঘরের ছাদ ধসে হয়ে নিহত হয়েছেন চার শিশুসহ ৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। সোমবার সন্ধ্যায় রাজধানী ব্যাংকক থেকে তিন’শ কিলোমিটার উত্তরের পিচিত প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। পিচিত প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে প্রাণে বাঁচতে ওয়াত নার্ন প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষে আশ্রয় নেয় শিশুরা। কিন্তু বজ্রাঘাতে ধসে পড়ে স্কুলের ইস্পাতের ছাদ। ঘটনাস্থলেই প্রাণ যায় ছয় জনের। শিক্ষার্থী ছাড়াও একজন অভিভাবক এবং স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়।

আরও পড়ুন...মহারাষ্ট্রে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৭

শিশুদের বয়স ৭ থেকে ১৩ বছরের মধ্যে। বাকিরা মারাত্মকভাবে জখম হয়েছেন। দেশটির আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, আগামী সপ্তাহজুড়ে বৈরী পরিবেশ থাকবে। সূত্র: আরব নিউজ

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত