ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

রাশিয়ানদের ‘ভয় দেখানোই’ হামলার মূল উদ্দেশ্য: পুতিন

  আন্তির্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৭:৪৪

রাশিয়ানদের ‘ভয় দেখানোই’ হামলার মূল উদ্দেশ্য: পুতিন
রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ছবি- সংগৃহীত

রাশিয়ার নাগরিকদের ‘ভয় দেখানোই’ এসব হামলার মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় অভিযোগ রুশ প্রেসিডেন্ট বলেন, কিইভের সন্ত্রাসী তৎপরতার পরিষ্কার নজির। তারা আমাদের উস্কানি দিচ্ছে। মস্কোতে ড্রোন হামলার ঘটনার পর পুতিন একথা বলেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রুশ প্রেসিডেন্ট বলেন, বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্তোষজনকভাবে সেই হুমকি মোকাবিলা করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত আটটি ড্রোন সামান্য ক্ষতি করেছে। কিন্তু কিয়েভ দায় অস্বীকার করেছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়ার রাজধানী শহরটি একাধিক ড্রোন হামলার লক্ষ্যবস্তু হলো। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, কেউ গুরুতর আহত হয়নি। বেশ কয়েকটি ড্রোন মস্কোর অভিজাতপূর্ণ পশ্চিম শহরতলীতে পড়ে। এখানে সাধারণত সিনিয়র রুশ কর্মকর্তারা বসবাস করেন। পরে অবশ্য জানানো হয়, হামলায় একজন নিহত হয়েছেন।

রাশিয়ান টিভিতে বক্তৃতাকালে প্রেসিডেন্ট পুতিন বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সদর দপ্তরে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলাটি চালানো হয়েছে। অবশ্য আসলেই এ ধরনের কোনও হামলা হয়েছে কিনা বিবিসি স্বাধীনভাবে তা যাচাই করতে পারেনি।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত