পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ নিহত ৫

প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৪:২৭ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ৫ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। দেশটির মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে স্থানীয় পুলিশ হতাহতের এ তথ্য জানিয়েছে। তবে বিস্ফোরণের কারন সম্পর্কে পুলিশ তাৎক্ষনিক ভাবে কিছু জানাতে পারেনি। 

পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে তিনজনই নারী। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেটির মালিক একটি জাংক-ইয়ার্ডে কাজ করেন। বিস্ফোরণের সময়ও বর্জ্য পদার্থ ঘাটাঘাটি করা হচ্ছিল। 

স্থানীয়রা জানান, বিস্ফোরণের পরপরই পুলিশ দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সূত্র: জিও টিভি

আরও পড়ুন: করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

বাংলাদেশ জার্নাল/কেএ