ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

গোপন বৈঠকে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ বিশ্বের গোয়েন্দা প্রধানরা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৫:২০  
আপডেট :
 ০৪ জুন ২০২৩, ১৫:২৪

গোপন বৈঠকে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ বিশ্বের গোয়েন্দা প্রধানরা
সিঙ্গাপুরে ২০তম আইআইএসএস শাংরি-লা ডায়ালগে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। ছবি- সংগৃহীত

সিঙ্গাপুরে গোপন বৈঠক করেছেন বিশ্বের বহু দেশের গোয়েন্দা প্রধানরা। শুক্রবার দেশটিতে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগের ফাঁকে বৈঠকে বসেন তারা। বৈঠকটি সম্পর্কে জানেন এমন কয়েকজনের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের গোয়েন্দা প্রধানসহ প্রায় ২০টির বেশি দেশের ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রয়টার্স বলছে, নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি একটি আলাদা স্থানে অত্যন্ত বিচক্ষণতার সাথে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং সিঙ্গাপুর সরকার বেশ কয়েক বছর ধরেই এ বৈঠকের আয়োজন করে আসছে। তবে এ বৈঠকের কথা আগে কখনো জানা যায়নি।

গোপন এ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। এছাড়া বৈঠকে অংশ নেওয়া অন্যান্য দেশের মধ্যে উপস্থিত ছিলেন চীনের গোয়েন্দা প্রধান চেন ইক্সিন। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান সামন্ত গোয়েলও গোপন এ বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানায় রয়টার্স।

এদিকে বৈঠকের বিষয়টির সংবেদনশীলতার কারণে এ সম্পর্কে আলোচনা করা ওই পাঁচটি সূত্রই নিজেদের পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে বলছে রয়টার্স।

এদিকে বৈঠকের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে সিঙ্গাপুরে অবস্থিত মার্কিন দূতাবাস। এছাড়া এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলেও, চীন ও ভারত সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত