ফ্রান্সে ছুরি হামলায় শিশুসহ আহত ৮

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৭:২৬ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ছবি- সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে ছুরি হামলায় ৬ শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবারএক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

নিরাপত্তা সূত্র জানায়, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে অ্যানেসি শহরের লেকের কাছে একটি পার্কে তিন বছর বয়সী শিশুদের একটি দল খেলছিল। এ সময় এক ব্যক্তি ছুরি নিয়ে শিশুদের আক্রমণ করেন।

এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইটে বলেন, এ ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং জাতীয় সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

এদিকে পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সিরিয়ার একজন আশ্রয়প্রার্থী। তার পরিচয় যাচাই করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/সামি