পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
আন্তর্জাাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৫
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রধান নেতা এবং পাকিস্তান তেহরিক-ই- ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু।
আইনজীবী সরদার আব্দুল রাজ্জাক খানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
আব্দুল রাজ্জাক দাবি করেন, সাদা পোশাকের একদল রশিদকে তার বাসভবন থেকে গ্রেপ্তা করেছে। তাকে ‘অজ্ঞাত স্থানে’ নিয়ে গেছে। রশিদের ভাগ্নে শেখ শাকির ও গৃহকর্মী শেখ ইমরানকেও গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এই আইনজীবী।
পৃথকভাবে একটি ভিডিও বার্তায় রশিদের ভাতিজা শেখ শফিক জানান, তার চাচাকে পাঞ্জাব পুলিশ রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউন থেকে গ্রেপ্তার করেছে এবং তার বর্তমান অবস্থান জানা যায়নি।
তিনি বলেন, ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ উভয়ই উচ্চ আদালতকে লিখিতভাবে জানিয়েছে শেখ রশিদের নামে এখনও কোনো মামলার কথা জানানো হয়নি।
এ ছাড়া, তিনি তার চাচাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা খুঁজে বের করতে এবং তাকে গ্রেপ্তারের নোটিশ নিতে উচ্চ আদালতের কাছে অনুরোধ করেছেন বলেও জানিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে পিটিআই রশিদ আহমেদকে গ্রেপ্তাররের নিন্দা করেছে। এতে বলা হয়েছে, এবার শেখ রশিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন...৭৫ বছরে পাকিস্তানে যেসব প্রধানমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন
বাংলাদেশ জার্নাল/সামি