ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

গাজায় যুদ্ধবিরতির খবর অস্বীকার করলো ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৭:৩১

গাজায় যুদ্ধবিরতির খবর অস্বীকার করলো ইসরায়েল
ইসরায়েলি সামরিক ট্যাংক। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির খবর অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে কোনো যুদ্ধবিরতি হবে না।

এর আগে সোমবার সকালে মিশরের দুই নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ খবরে জানিয়েছিল যে, মিশর ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে। সেখানে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। এই সময় মিশর গাজার সঙ্গে তাদের একমাত্র সীমান্ত ক্রসিং রাফাহ গেট খুলে দেবে।

আরও পড়ুন: গাজায় ৫ ঘণ্টার 'মানবিক' যুদ্ধবিরতি

খবরে আরও বলা হয়, যুদ্ধবিরতির সময় গাজায় ত্রাণবাহী গাড়ি প্রবেশ করবে এবং গাজা থেকে বিদেশিরা বের হতে পারবেন।

তবে এমন খবর প্রকাশের পরই এটি অস্বীকার করে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস জানায়, এই মুহূর্তে গাজা উপত্যকায় মানবিক সহায়তা এবং বিদেশিদের প্রস্থানের জন্য কোন যুদ্ধবিরতি নেই।

বাংলাদেশ জার্নাল/এসএ

  • সর্বশেষ
  • পঠিত