ইউক্রেনে ৯ জনকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ২২:১৭
রাশিয়া-অধিকৃত ইউক্রেনের একটি শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু। ইউক্রেনীয় কর্মকর্তাদের অভিযোগ, রাশিয়ান সামরিক বাহিনীর সদস্যরা তাদের হত্যা করেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের ভলনোভাখা শহরে একই পরিবারের ৯ জন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। তার দাবি, রুশ সেনারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, ওই পরিবারের সব সদস্যদের রুশ সেনারা হত্যা করেছে। রুশ সেনাদের জন্য বাড়ি ছেড়ে না দেয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে রুশ তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত দুই ‘সন্দেহভাজনকে’ আটক করা হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তা দিমিত্র লুবিনেটস সোমবার বলেন, এ হত্যাকাণ্ডে রাশিয়া জড়িত। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, দখলদাররা পুরো পরিবারকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, এই ঘটনার সময় ওই পরিবারটি জন্মদিন পালন করছিল এবং চেচনিয়া দখলদারদের জন্য বাড়ি ছেড়ে দিতে না চাওয়ায় তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে।ইউক্রেন নিয়ন্ত্রিত দোনেৎস্কের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, বাড়ি ছেড়ে দিতে না চাওয়ায় ‘সেনাবাহিনীর পোশাক পরিহিত’ হামলাকারীরা পুরো পরিবারকে গুলি করে হত্যা করেছে।
বাংলাদেশ জার্নাল/সামি