ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

২২ লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১১:৩৫

২২ লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড!
২২ লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড। ছবি: সংগৃহীত

দীপাবলি উদযাপনে এবার ২২ লক্ষ ২৩ হাজারের বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়েছে। উৎসবের সপ্তম সংস্করণে সরযূ নদীর তীরে বিশাল এই আয়োজন করা হয়। ২৫ হাজার স্বেচ্ছাসেবক গতবারের থেকে এবার ৬.৪৭ লক্ষ বেশি দীপ জ্বালান। নদীর তীর বরাবর রাম কি পাইরি-র ৫১টি ঘাটে এই আয়োজন করা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ড্রোন উড়িয়ে মাটির প্রদীপ গোনার পর শহরকে বিশ্ব রেকর্ডের মর্যাদা দেন। তখনই অযোদ্ধাজুড়ে 'জয় শ্রী রাম' স্লোগান ওঠে। অবশ্য এর আগেও সবচেয়ে বেশি প্রদীপ প্রজ্বালনের রেকর্ড অযোদ্ধার দখলেই ছিল।

মূলত ২০১৭ সালে অযোদ্ধায় যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় এলে এই দীপোৎসব উদযাপন শুরু হয়। ওই বছর প্রায় ৫১ হাজার প্রদীপ প্রজ্বলিত হয়েছিল। ২০১৯ সালে এই সংখ্যাটি চার লাখ ছাড়িয়ে যায়। এরপর ২০২০ সালে ৬ লাখ এবং ২০২১ সালে ৯ লাখের ঘর পার হয়ে যায়। ২০২২ সালে এসে এই প্রদীপের সংখ্যা দাঁড়ায় ১৭ লাখের বেশি।

প্রদীপ প্রজ্বলন নিয়ে গিনেস রেকর্ডবুকে নাম তোলার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আছে। এদের মধ্যে একটি হলো কোনো প্রদীপ পাঁচ মিনিট বা তার বেশি জ্বললেই সেটাকে হিসাবে ধরা হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ জার্নাল/এএ

  • সর্বশেষ
  • পঠিত