ঢাকা, রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ভারতে নির্মাণাধীন টানেলে ধস, আটকা ৩৬ শ্রমিক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ২১:৪৯

ভারতে নির্মাণাধীন টানেলে ধস, আটকা ৩৬ শ্রমিক
সংগৃহীত ছবি

ভারতের উত্তরাখন্ডে একটি নির্মাণাধীন টানেল ধসে আটকে পড়েছেন অন্তত ৪০ নির্মাণশ্রমিক। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। খবর আনন্দবাজার।

রোববার সকালের এ দুর্ঘটনায় আটকা পড়া শ্রমিকদের নিরাপদে বের করতে আনতে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের সিল্কিয়ারা থেকে উত্তরকাশীর দণ্ডালগাঁওয়ের মধ্যে সংযোগ রক্ষার জন্য তৈরি করা হচ্ছে এই সুড়ঙ্গ। চারধাম প্রকল্পের আওতায় নির্মাণাধীন এ সুড়ঙ্গটির নির্মাণকাজ সম্পন্ন হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার দূরত্ব কমবে ২৬ কিলোমিটার।

পুলিশ জানিয়েছে, চার কিলোমিটার দৈর্ঘের এ সুড়ঙ্গের ১৫০ মিটার দীর্ঘ একটি অংশ রোববার ভোর ৪টার দিকে ভেঙে পড়ে। বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয় স্থানীয় প্রশাসন। এরপর পুলিশের সঙ্গে উদ্ধারকাজে হাত দেয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ভগ্নস্তূপের কিছুটা সরিয়ে সুড়ঙ্গের ভেতর অক্সিজেন সরবরাহের জন্য ইতোমধ্যে পাইপ প্রবেশ করানো হয়েছে। প্রায় ২০০ মিটারের একটি চাঁই সরিয়ে তবেই খোলা যাবে সুড়ঙ্গের মুখ। বর্তমানে সেই কাজ চলছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত