ঢাকা, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৭০

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৯:৩১  
আপডেট :
 ২০ নভেম্বর ২০২৩, ১৯:৪৫

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৭০
গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আগত হয়েছেন আরও ১২২ জন। নিহত ও আহতদের বেশির ভাগই নারী ও শিশু।

রোববার (১৯ নভেম্বর) ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) বরাত এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ নাসের মেডিকেল কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেখানে শিশুসহ কয়েক ডজন রোগীকে গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসা দেয়া হয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কমপ্লেক্সের চিকিৎসকরা।

এদিকে হামাসের বিরুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালে ইসরায়েলি এক সেনার মৃত্যুদণ্ড কার্যকর ও দুই বিদেশিকে জিম্মি করে রাখার অভিযোগ করেছে ইসরায়েল। চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের মাঝে ইসরায়েল রবিবার এ অভিযোগ করেছে।

যুদ্ধে উদ্বাস্তু হয়ে পড়া হাজার হাজার ফিলিস্তিনি আল-শিফায় আশ্রয় নিয়েছিলেন। গত সপ্তাহে ইসরায়েলি সেনারা এ হাসপাতালে হামাসের গোপন আস্তানা রয়েছে জানিয়ে সেখানে সামরিক অভিযান শুরু করে। এরপর হাসপাতাল থেকে শত শত মুমূর্ষু রোগী ও আহত লোকজনকে সরিয়ে নেয়া হয়।

উল্লেখ্য, অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি। নিহতদের মধ্যে সাড়ে ৫ হাজারের বেশি শিশু এবং নারী সাড়ে ৩ হাজারের বেশি।

বাংলাদেশ জার্নাল/এসএপি

  • সর্বশেষ
  • পঠিত