ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

তুরস্কের নাগরিককে গুলি করে হত্যা করলো ইসরায়েলি পুলিশ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১৮:৫০

তুরস্কের নাগরিককে গুলি করে হত্যা করলো ইসরায়েলি পুলিশ
ছবি: সংগৃহীত

ইসরায়েলের জেরুজালেম সীমান্তে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের পর ঘটনাস্থলে থাকা অন্য কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন তুরস্কের নাগরিক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে ইসরাইলি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ছুরিকাঘাতে ওই সীমান্ত পুলিশ সদস্য ‘মাঝারি ধরনের’ আহত হয়েছেন। হামলাকারী ৩৪ বছর বয়সী একজন তুর্কি বলে শনাক্ত করেছে পুলিশ।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র এক সন্ত্রাসী ছুরি নিয়ে জেরুজালেমের ওল্ড সিটিতে এসেছিল... সে ভুক্তভোগী সীমান্ত পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আহত পুলিশ সদস্য এবং ঘটনাস্থলে থাকা অন্য একজন কর্মকর্তা হামলাকারীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন এবং তাকে গুলি করেন; যাকে পরে মৃত ঘোষণা করা হয়।’ সূত্র: রয়টার্স

বাংলাদেশ জার্নাল/টিআর

  • সর্বশেষ
  • পঠিত