ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

ছত্তিশগড়ে গুলিতে ১২ মাওবাদী নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৪, ২২:২৯  
আপডেট :
 ১০ মে ২০২৪, ২২:৩৯

ছত্তিশগড়ে গুলিতে ১২ মাওবাদী নিহত
ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ে বিজাপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলিতে ১২ জন মাওবাদী নিহত হয়েছেন। পাশাপাশি গঙ্গালুর এলাকার পিডিয়া জঙ্গলে মাওবাদীদের ঘিরে ফেলে গুলির লড়াই এখনও চলছে বলে জানা গিয়েছে।

শুক্রবার (১০ মে) যৌথ বাহিনীর অভিযানে ১২ মাওবাদীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। সব মিলিয়ে চলতি বছরে ছত্তিশগড়ে পাঁচ মাসে ১০০ জনের বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘গঙ্গালুর এলাকায় গোলাগুলি বন্ধ হয়েছে। অভিযানে আমাদের নিরাপত্তাবাহিনী সফল। এখন পর্যন্ত ১২ জন মাওবাদীর লাশ উদ্ধার করা হয়েছে।’

তিনি এই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিনন্দন জানান।

গত এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় এনকাউন্টারে কমপক্ষে ২৯ জন মাওবাদী নিহত হয়। আর ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরেকটি সংঘর্ষে ১০ জন মাওবাদী নিহত হয়।

খবর: এনডিটিভি

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত