ঢাকা, রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা সুনাকের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:৪৩

যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা সুনাকের
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক চলতি বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। স্থানীয় সময় বুধবার (২২ মে) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা দেন তিনি। ঘোষনা অনুযায়ী আগামী ৩০ মে দেশটির সংসদ ভেঙে দেওয়া হবে।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে প্রবল বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী জানান, সংসদ ভেঙে দেয়ার অনুরোধ জানাতে রাজার সঙ্গে দেখা করেছেন তিনি। রাজা অনুরোধ মঞ্জুর করেছেন। আগামী ৪ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিস্ময়কর এ ঘোষণাটি এমন এক সময়ে দেয়া হলো, যখন ২ মে স্থানীয় সরকার নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর লেবার পার্টি সরকারের প্রতি আগাম জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছিল।

মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য, জ্বালানি মূল্য ও সুদহার বেড়েছে কয়েক গুণ। অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী। এমতাবস্থায় ২ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয় ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির। গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এ মুহূর্তে তাদের জনসমর্থন তলানিতে রয়েছে। ধারণা করা হচ্ছে, ৪ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে ব্রিটেনে ফের আসতে যাচ্ছে লেবার পার্টির শাসন।

নতুন নির্বাচনের মাধ্যমে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে লেবার পার্টির নেতা কেইর স্টারমারের।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত