ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

রাশিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০১৮, ১৬:৪৩  
আপডেট :
 ১৮ মার্চ ২০১৮, ১৬:৪৬

রাশিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে রাশিয়ার প্রধান বিরোধী দলের নেতা নাভালনি নির্বাচনে অংশ নিতে না পারায় পুতিনের জয়লাভ একপ্রকার নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। ভোটগ্রহণ শেষ হবে রাত ৮টায়।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে একজন প্রার্থীকে অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হবে। তা না হলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে জয়ী হলে পুতিন চতুর্থবারের মতো ক্ষমতায় যাবেন। ১৯৯৯ সালের পর থেকে সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে দেশ শাসন করছেন পুতিন। এবারের নির্বাচনে জয়ী হলে আরও ছয় বছর দেশের ক্ষমতায় থাকবেন তিনি।

ধারণা করা যাচ্ছে, রোববার দিনশেষে প্রথম দফার ফলাফল জানা যাবে।

এবারের নির্বাচনে পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন পাভেল গ্রুদিনিন, কাসেনিয়া সোবচাক এবং ভ্লাদিমির ঝিরিনোভস্কি।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত