ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

গরমে গাড়ির ইঞ্জিন কাভারে মাছ ভাজা!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০১৮, ১৩:৪১

গরমে গাড়ির ইঞ্জিন কাভারে মাছ ভাজা!

মাছের তেলে মাছ ভাজা ব্যাপারটার সঙ্গে প্রায় সকলেই পরিচিত। কিন্তু গাড়ির ইঞ্জিন কাভারে মাছ ভাজা! শুনে অবাক হওয়ার মত এই ব্যাপারটি ঘটেছে চীনের শানডং রাজ্যের একটি শহর বিনঝৌ-তে।

গরমকালে এখানের তাপমাত্রা বেড়ে যায় মাত্রাতিরিক্ত। এবং এ বছরে তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৪০-এর ঘরে। আর এই গরমের মধ্যে শহরের রাস্তায় দেখা যায় এক মহিলাকে মাছ ভাজতে। কিন্তু তা কোনো কড়াই বা ফ্রাইপ্যানে নয়, তিনি মাছ ভাজছিলেন একটি গাড়ির ইঞ্জিন কাভারের উপরে।

পাঁচটি ছোট আকারের মাছ পর পর রেখে তা ফ্রাই করছিলেন তিনি। আর ছবিতে দেখা যায় তা বেশ মচমচে ভাবে ভাজাও হয়ে গেল।

এর আগে গত বছর ভারতের ওড়িশার এক ব্যক্তি রাস্তাতেই একটি ফ্রাইপ্যান রেখে তাতে ডিমের পোচ তৈরি করেছিলেন মাত্র এক মিনিটে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত