ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সাগরে মুখোমুখি চীন-আমেরিকার যুদ্ধজাহাজ

সাগরে মুখোমুখি চীন-আমেরিকার যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরে মুখোমুখি চীন ও আমেরিকার নৌসেনার দুটি যুদ্ধ জাহাজ৷ জানা গিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডেকাটুরের মহড়ার সময় তার সামনে চলে আসে একটি চীনা যুদ্ধ জাহাজ৷ দীর্ঘক্ষণ পরে পিছু হঠতে বাধ্য হয় মার্কিন রণতরীটি৷ এমনিতেই দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঠান্ডা লড়াই চলছে চীন ও আমেরিকার মধ্যে৷ এমন পরিস্থিতিতে এই ঘটনা দক্ষিণ চীন সাগরের পরিবেশ আরও উত্তপ্ত করল বলে অনুমান আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের৷

জানা গিয়েছে, রবিবার দক্ষিণ চীন সাগরে একটি মহড়া চালাচ্ছিল মার্কিন নৌসেনা৷ যাতে অংশগ্রহণ করে ইউএসএস ডেকাটুর নামে মার্কিন নৌসেনার মিসাইল গাইডেড একটি ডেস্ট্রয়ার৷ দক্ষিণ চীন সাগরের প্রত্যন্ত স্পার্টলি দ্বীপের গাভেন ও জনশন রিফ থেকে ১২ নটিক্যাল মাইল দূরে চলছিল এই মহড়া৷ অভিযোগ, হঠাৎ করেই মার্কিন রণতরীর সামনে চলে আসে লুয়াঙ্গ নামের চীনা ডেস্ট্রয়ারটি৷ মার্কিন রণতরীকে একই স্থানে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে সেটি৷ অবশেষে বাধ্য হয়ে পিছু হঠে মার্কিন ডেস্ট্রয়ারটি৷

এই ঘটনার পরেই চীনের বিরুদ্ধে সুর চড়িয়েছে আমেরিকা৷ চীনের এই ব্যবহারকে অপেশাদার কার্যক্রম বলে সমালোচনা করেছে মার্কিন কমান্ডার নেথ খ্রিস্টেনসেন৷ পালটা তোপ দেগেছে চিনও৷ তাঁদের অভিযোগ, আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করেছে আমেরিকা৷

  • সর্বশেষ
  • পঠিত