ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

মাইকেলের তাণ্ডবে বিধ্বস্ত ফ্লোরিডা, নিহত ৬

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১১:২৮  
আপডেট :
 ১২ অক্টোবর ২০১৮, ১১:৫৭

মাইকেলের তাণ্ডবে বিধ্বস্ত ফ্লোরিডা, নিহত ৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মাইকেল। যার কারণে কমপক্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন। বেশিরভাগই ফ্লোরিডার বাসিন্দা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর–পশ্চিম উপকূলীয় এলাকা। যেদিকে চোখ যায়, শুধু ঝড়ের তাণ্ডবের চিহ্ন। বাড়িঘর ধসে পড়েছে, গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তার ওপর পড়ে রয়েছে।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের ভয়াবহতার কথা তুলে ধরে গভর্নর রিক স্কট বলেন, ‘এই ঝড়ের কারণে অনেক পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে।’

ফ্লোরিডাভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি সিক্স-এর প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় মাইকেলের পুরো ধ্বংসযজ্ঞের চিত্র ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কিছু দুর্গত এলাকার অবস্থা এতোটাই খারাপ যে সেখানে পৌঁছানো কষ্টকর হয়ে পড়েছে। রাস্তাঘাটে ধ্বংসস্তূপ পড়ে থাকায় এবং পানি জমে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

গত বুধবার ফ্লোরিডার উপকূলীয় এলাকায় ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে হারিকেন মাইকেল আঘাত হানে। হারিকেনের আঘাতে কমপক্ষে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চারজন ফ্লোরিডার, একজন জর্জিয়া ও একজন নর্থ ক্যারোলাইনার। বৃহস্পতিবার হারিকেন মাইকেল খানিক দুবর্ল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

যুক্তরাষ্ট্রে আঘাত হানা তৃতীয় সর্বোচ্চ শক্তিশালী ঝড় মাইকেল। এর আগে ১৯৬৯ সালে মিসিসিপি উপকূলে আঘাত হানা হারিকেন ক্যামিলি এবং ১৯৩৫ সালে ফ্লোরিডায় আঘাত হানা লেবার ডে হারিকেন এর চেয়ে তীব্র ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ঝড়টি শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়।

ফ্লোরিডা থেকে সাড়ে তিন লাখের বেশি মানুষকে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছিলো। তবে স্থানীয় কর্মকর্তারা বলছেন, অনেকেই এই সতর্কবার্তায় গুরুত্ব দেয়নি।

গভর্নর স্কট জানিয়েছেন, মার্কিন কোস্টগার্ড ১০টি দল নিয়ে রাতভর অভিযান চালিয়ে কমপক্ষে ২৭ জনকে উদ্ধার করেছে।

বায়ুপ্রবাহ মাপক সাফির-সিম্পসন স্কেলের পাঁচটি শ্রেণিবিভাগের মধ্যে হারিকেনটি চতুর্থ অবস্থানে ছিল। স্কেলের সর্বোচ্চ অবস্থান ছুঁইছুঁই করছিল ঝড়টি। এটিকে মার্কিন ভূখণ্ডে আঘাত আনা শক্তিশালী ঝড়গুলোর একটি বলা হচ্ছে।

ঝড়ের সঙ্গে ৯ ফুট উঁচু ঢেউয়ের ধাক্কায় বাড়িঘর ধসে পড়েছে।

পরে ঝড়টি মধ্য আমেরিকায় আঘাত হানার পর সেখানে ১৩ জন মারা গেছে। হন্ডুরাসে ৬, নিকারাগুয়ায় ৪ ও এল সালভাদরে ৩ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত