ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

লিবিয়ায় আইএসের হামলায় নিহত ৯

লিবিয়ায় আইএসের হামলায় নিহত ৯

লিবিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর তাজেরবোতে শুক্রবার এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে নয়জন নিহত এবং আরো দশজন আহত হয়েছে। এ হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)’কে দায়ী করা হচ্ছে। এ সময় হামলাকারীরা আরো বেশ কয়েকজন পুলিশ ও বেসমারিক লোকজনকে অপহরণ করেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় এক সামরিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, শুক্রবার মরু শহর তাজেরবো শহরের এক পুলিশ স্টেশনে হামলা চালায় হামলাকারীরা। ওই সূত্র হামলাকারীদের আইএসের সদস্য বলে উল্লেখ করেছে।

ন্যাশনাল লিবিয়ান আর্মি (এএনএল)-এর স্বঘোষিত প্রধান খলিফা হাফতার বাহিনী তাজেরবো মরু অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে।

আর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফায়েজ আল সাররাজ নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী ত্রিপোলির প্রশাসন।

হাফতার অনুগত বাহিনীকে লক্ষ্য করে এক মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামলা চালানো হল।

অক্টোবরে মধ্যাঞ্চলীয় কুফরায় আইএসের হামলায় প্রথম হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়।

২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফিকে উচ্ছেদ ও হত্যার পর থেকে লিবিয়ায় ক্ষমতার লড়াই, অস্থিরতা, নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে এবং দেশটি জঙ্গিদের একটি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত