ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

বিমান গিলে খাচ্ছে জিরাফ!

বিমান গিলে খাচ্ছে জিরাফ!

জিরাফের গলা সুপারি গাছের মত লম্বা। তাই বলে কি সে আকাশে উড়তে থাকা বিমান গিলে খেতে পারে! এর উত্তর চোখ কান বন্ধ করেই বলে দেয়া যেতে পারে। কিন্তু বাস্তবে এমন এক ছবি দেখা গেছে যা দেখে কপালে চোখ উঠে গেছে দর্শনার্থীদের। কিন্তু এসবই সম্ভব হয়েছে ফটোগ্রাফারের গুণে। তিনি এমনভাবে ছবিটি তুলেছেন যা দেখে মনে হয় আকাশে উড়তে থাকা বিমানটি মুখে তুলে নিচ্ছে জিরাফ।

একটি নয়, জীবজন্তুদের নিয়ে সম্প্রতি এরকম বেশ কিছু মজার ছবি ফোটোগ্রাফাররা। যেগুলো দেখে বার বার সন্দেহ হয়, এগুলো কি হাতে আঁকা নাকি ক্যামেরায় ক্লিক। চলুন তাহলে তেমনই কিছু অবিশ্বাস্য ছবি দেখে নেওয়া যাক।

ছবিটিতে দেখা যাচ্ছে দুই সিংহী। এক জন রাগে গজগজ করছেন। আর একজন যেন তারই রাগ দেখে হেসে কুটোপাটি খাচ্ছেন।

ভুট্টা কি শুধু আমরাই খেতে পারি? কাঠবিড়ালিও পারে।তবে এই গালফোলা কাঠবিড়ালি দ্রুত ভুট্টাগুলিকে গালের দুপাশে জমা করে রাখছে। অভাবের দিনে কাজে লাগতে পারে!

লেটারবক্সে কি খুঁজছে এই কাঠবিড়ালি? তার নামে কি কোনো চিঠি আসার কথা! তাহলে কি খুঁজছে সে?

কী আরামসে শুয়ে আছে সে। দেখলে হিংসা হয়! তবে ঘাসের ওপর না হয়ে একটা আরামকেদারায় হলে বোধ হয় ওর আরামটা আরও ভাল হত!

আর চেষ্টা করে লাভ নেই। এর বেশি লম্বা হওয়া আর সম্ভব নয়।

কি ভাবছেন, তিনি সিগারেটের ধোঁয়া ছাড়ছে? আসলে কঠিন ঠান্ডায় দম নিচ্ছে এই বল্গা হরিণটি।

কনকনে ঠান্ডায় এক ঠ্যাং তুলে দাঁড়িয়ে ব্যাং

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত