ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

পানির নিচে চলবে চীনের বুলেট ট্রেন

পানির নিচে চলবে চীনের বুলেট ট্রেন

আন্ডারওয়াটার বুলেট ট্রেন তৈরির প্রকল্পের অনুমতি দিল চীনা সরকার।

সাংহাইয়ের দক্ষিণে পোর্ট সিটি নিংবোর সঙ্গে ঝাউসানকে যুক্ত করবে। প্রস্তাবিত এই আন্ডারওয়াটার টানেল ৭৭ কিলোমিটার ইয়ং-ঝাউ রেলওয়ে প্ল্যানের একটি অংশ যা পর্যটনকেও উৎসাহিত করবে বলে আসা করা হচ্ছে।

২০০৫ সালে এই পরিকল্পনার কথা প্রথম জানানো হয়েছিল। নভেম্বরে বেইজিং তাতে অনুমতি দিল। ৭৭ কিলোমিটারের এই রাস্তায় প্রায় ৭০.৯২ কিমি ট্র্যাক নতুন তৈরি করা হয়েছে, যার মধ্যে ১৬.২ কিমি আন্ডারসি সেকশন রয়েছে।

মাত্র ৮০ মিনিটেই পর্যটকদের হ্যাংঝাউ থেকে ঝাউসান নিয়ে যাবে এই বুলেট ট্রেনটি। বর্তমানে এই রাস্তা বাসে যেতে সময় লাগে প্রায় ৪.৫ ঘন্টা এবং প্রাইভেট গাড়িতে ২.৫ঘন্টা।

সমগ্র রাস্তায় সাতটি স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। ২০১৯-এই এই প্রোজেক্ট শুরু হওয়ার কথা যা শেষ হতে হতে ২০২৫ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত