ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

ফ্রান্সের সেই হামলাকারী পুলিশের গুলিতে নিহত

ফ্রান্সের সেই হামলাকারী পুলিশের গুলিতে নিহত

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ক্রিসমাস মার্কেটের কাছে সন্ত্রাসী হামলা চালানো ওই সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্ট্রাসবুর্গের রাস্তায় পুলিশের একটি ইউনিটের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে ২৯ বছর বয়সী শেরিফ শিকাটের মৃত্যু হয়।

এ বন্দুকধারীই প্রথম পুলিশের দিকে গুলি ছুড়েছিল বলেও জানিয়েছে তারা।

মঙ্গলবার প্লেস ক্লিভের ক্রিসমাস মার্কেটের কাছে সন্ত্রাসী হামলার পর থেকেই সন্দেহভাজন এ যুবককে ধরতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শত শত সদস্যের অভিযান চলছিল।

শিকাটের বিরুদ্ধে ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানিতে চুরিসহ বেশকিছু ছোটখাট অপরাধের অভিযোগ রয়েছে। জেলে থাকা অবস্থাতেই তিনি উগ্রবাদে দীক্ষিত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রাসবার্গের এক ক্রিসমাস মার্কেটের কাছে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছিলেন ওই ব্যক্তি। হামলার সময়ও এ যুবক ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিলেন বলে জানিয়েছে ফ্রান্সের সন্ত্রাসবাদবিরোধী কৌঁসুলি রেমি হেইৎজ।

ওই হামলাকারীকে একজন তালিকাভূক্ত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসটোফে ক্যাসটেনার। তিনি বলেন, এর আগে দু দুইবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই ব্যক্তির সংঘর্ষ হয়েছে। ফলে অনেক দিন ধরেই তাকে খুঁজছে পুলিশ।

হামলার পর এক ট্যাক্সিচালককে জিম্মি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান শিকাট। পথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গেও একদফা গোলাগুলি হয় তার। সেসময় তার বাহুতে গুলি লাগে বলেও ধারণা করা হচ্ছে। শিকাটের নির্দেশে ট্যাক্সিচালক পরে তাকে ন্যুডর্ফ থানার কাছে নামিয়ে দিলে সেখানে পুলিশের দিকে গুলি ছুড়ে ফের পালান এ যুবক।

ন্যুডর্ফে তার অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে পুলিশ একটি গ্রেনেড, একটি রাইফেল, চারটি ছুরি ও গোলাবারুদের সন্ধান পায়।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পরিচালিত বার্তা সংস্থা আমাক পরে শিকাটকে ‘আইএসের সৈনিক’ হিসেবে অ্যাখ্যা দেয়। তাদের দাবি, সিরিয়া ও ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়া দেশগুলোতে পাল্টা হামলার নির্দেশেই শিকাট ওই ঘটনা চালিয়েছে।

এদিকে মঙ্গলবারের ওই হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে শিকাটের মা-বাবা এবং দুই ভাই রয়েছেন।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত