ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ভারতের ‘রাষ্ট্রমাতা’ গরু, বিল পাশ

ভারতের ‘রাষ্ট্রমাতা’ গরু, বিল পাশ

ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’করে একটি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত বিল পাশ করেছে হিমাচল প্রদেশের বিধানসভা ।

চলতি বছরের সেপ্টেম্বরে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বিধানসভায় প্রথম গরুকে ‘রাষ্ট্রমাতা’করার দাবি ওঠেছিল। এবার সেই পথে হাঁটলো হিমাচল।

বৃহস্পতিবার বিজেপির সমর্থন নিয়ে বিধানসভা অধিবেশনে এই প্রস্তাব আনেন এক কংগ্রেস বিধায়ক। সেখানে পাস হওয়ার প্রস্তাবটি এখন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাচ্ছে হিমাচল প্রদেশের বিধানসভা।

এ সম্পর্কে কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিং বলেন, ‘গরু কোনো ধর্ম-বর্ণ-জাতির গণ্ডির মধ্যে পড়ে না। মানবজাতির প্রতি তার একটা বিশাল অবদান রয়েছে। উত্তরাখণ্ড ইতিমধ্যেই এই পদক্ষেপ গ্রহণ করেছে। যখন দুধ দেয় না, তখন তার কোনও জায়গা হয় না। তাই এই পদক্ষেপ নেয়া জরুরি।’

এছাড়া গরুর প্রতি সব ধরণের অন্যায় অবিচার বন্ধ করারও আহ্বান জানিয়েছেন এই কংগ্রেস নেতা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত