ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫শ’ কোটি ডলার বরাদ্দ

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫শ’ কোটি ডলার বরাদ্দ

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সংখ্যা গরিষ্ঠ প্রতিনিধি পরিষদ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ৫শ’ কোটি ডলার বরাদ্দ অনুমোদন করেছে।

বৃহস্পতিবার ২১৭-১৮৫ ভোটের ব্যবধানে বিলটি প্রতিনিধি পরিষদে পাশ করে। এর ফলে শনিবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকাণ্ড আংশিক ভাবে বন্ধ হয়ে যাওয়ার যে আশংকা ছিল তাহয়ত আর থাকছে না । বিলটি এখন সিনেটে পাস হতে হবে। তবে ডেমোক্র্যা্ট সংখ্যাগরিষ্ঠ সিনেটে বিলটির পক্ষে যথেষ্ট ভোট পড়বে না বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার মধ্যরাতের মধ্যে ব্যয় বিলটি পাস না হলে সরকারে অচলাবস্থা দেখা দেবে। সরকারের অত্যন্ত জরুরী কর্মচারী ছাড়া প্রায় ৮ লাখ কর্মী কাজে যোগ দিতে পারবেন না।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত