ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ইসরায়েলে এপ্রিলে আগাম নির্বাচন

ইসরায়েলে এপ্রিলে আগাম নির্বাচন

ইসরায়েলে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০১৯ সালের এপ্রিল মাসে ওই নির্বাচন হওয়ার কথা রয়েছে। সোমবার টুইটারে এ কথা জানান নেতানিয়াহুর এক মুখপাত্র।

নেতানিয়াহুর রাজনৈতিক শরিকদের উদ্ধৃতি দিয়ে মুখপাত্র জানান, ‘জোটের নেতারা সর্বসম্মতিক্রমে পার্লামেন্ট ভেঙে দিয়ে এপ্রিলের শুরুতে নতুন নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।’

বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে কট্টর ইহুদিদের জন্য একটি খসড়া বিল আনা নিয়ে বিতর্কের অবসান না হওয়ায় দলগুলো নতুন নির্বাচনের এ সিদ্ধান্ত নিয়েছে।

নেতানিয়াহু বর্তমানে চতুর্থবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ১২০ সদস্যের পার্লামেন্টে ৬১টি আসন নিয়ে খুবই কম ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছেন তিনি। তিনি ডানপন্থি লিকুদ পার্টির নেতা।

স্থানীয় আইন অনুযায়ী ২০১৯ সালের নভেম্বর নাগাদ দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত