ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ চীন সফরে কিম

হঠাৎ চীন সফরে কিম
সস্ত্রীক চীন সফরে কিম

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে মঙ্গলবার বেইজিং পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী রি সোল জি-ও।

তবে এই সফরের বিষয়ে আগে থেকে কিছু জানা যায়নি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিনি চীন অবস্থান করবেন বলে জানিয়েছে বিবিসি।

কিম জং উন এমন এক সময়ে বেইজিং সফর শুরু করলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে দেন দরবার করছে উত্তর কোরিয়া। এর আগে গত জুনে প্রথমবারের মত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মত বৈঠক করেন কিম।

পরমাণু অস্ত্র তৈরি বন্ধের শর্তে পিয়ংইয়ংয়ের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে আগ্রহী ওয়াশিংটন। তবে এ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশ। এ নিয়ে এ বছর ফের ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে কিমের।

বিবিসি জানায়, কিমকে বহনকারী সবুজ ও হলুদ রংয়ের ট্রেনটি মঙ্গলবার সকালে বেইজিংয়ের একটি রেলস্টেশনে এসে পৌঁছায়। এই ট্রেনে করেই উত্তর কোরিয়ার প্রয়াত নেতা এবং কিমের বাবা কিম জং ইল ২০১১ সালে চীন ও রাশিয়া সফর করেছিলেন।

পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি মোটর শোভাযাত্রা বেইজিংয়ের কেন্দ্রে প্রবেশ করে। মনে করা হচ্ছে এতেই ছিলেন কিম। এই সফরে কিমের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাও।

এ নিয়ে গত এক বছরেরও কম সময়ের মধ্যে চারবার চীন সফরে গেলেন কিম।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত