ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘হিটলারের চেয়েও ভয়ঙ্কর মোদি’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৯, ১০:৩৮

‘হিটলারের চেয়েও ভয়ঙ্কর মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আবারও বাণ হেকেছেন উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মোদিকে বিশ্বের নিষ্ঠুরতম শাসক হিসেবে কুখ্যাত হিটলার ও মুসোলিনির সঙ্গে তুলনা করেছেন মমতা।

ভারতের স্থানীয় এক সংবাদ মাধ্যম জানায়, বুধবার মমতার দল তৃণমূল কংগ্রেসের এক সাংসদ যোগ দিয়েছেন মোদির দল বিজেপিতে। এর মাত্র একদিন পরই মোদির বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা। বৃহস্পতিবার নদীয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদি সরকারের আচরণ হিটলার-মুসোলিনির চেয়েও ভয়ঙ্কর!’

তিনি অভিযোগ করে আরো বলেন, রাজ্যের নানা প্রকল্প মোদি সরকার কার্যত চুরি করছে। ফলে আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর কোনও টাকা দেবে না বলেও ঘোষণা দেন মমতা।

উল্লেখ্য, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পে ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়া হবে। এতে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার। এই প্রকল্পে ৬০% টাকা দেওয়ার কথা কেন্দ্রের আর ৪০% রাজ্যের।

কিন্তু মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ, ‘ওই প্রকল্পের নাম করে রাজ্য থেকে সমস্ত টাকা কেটে নিচ্ছে কেন্দ্র। অথচ যৌথভাবে করা প্রকল্পগুলিকে কেবলমাত্র নিজের নামেই প্রচার করে চলেছেন মোদি।’

এ নিয়ে তিনি আরো বলেন, সরকারি কর্মসূচিগুলিকে দলীয় প্রচারের কাজে সরাসরি ব্যবহার করছে বিজেপি। পোস্ট অফিস থেকে রাজ্যের চিঠি পাঠাচ্ছে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে। এটা মেনে নেওয়া যায় না।

বৃহস্পতিবারের সভা থেকে মমতা আরো দাবি করেন, রাজ্য থেকে আয়কর তুললে তার ভাগ রাজ্যকে দিতে হবে।

এ সময় অন্যান্য রাজ্য সরকারের উদ্দেশে মমতার বক্তব্য , ‘নজর রাখুন, ওরা যাতে (মোদি সরকার) রাজ্যের কাজ নিজেদের নামে চালাতে না পারে।’

সূত্র: অনলাইন

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত