ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

হাতিকে সম্মোহন করতে গিয়ে...

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৩:৩৫  
আপডেট :
 ১২ জানুয়ারি ২০১৯, ১৩:৩৮

হাতিকে সম্মোহন করতে গিয়ে...

হাতিকে সম্মোহনের চেষ্টা করতে গিয়ে প্রাণ গেলো যুবকের। ক্ষুব্ধ হাতিটি ওই যুবককে পায়ে পিষে মেরে ফেলে। শ্রীলংকার একটি জাতীয় উদ্যানে সম্প্রতি এ ঘটনা ঘটে।

হিন্দি অনলাইন নিউজ পোর্টাল ‘আজতক’এর খবরে বলা হয়, ভাইরাল হওয়া একটি ভিডিওতে পুরো ঘটনাটি ধরা পড়েছে।

ভিডিওধারণকারী ব্যক্তি বলেন, শ্রীলংকার দক্ষিণাঞ্চলের ওই জাতীয় উদ্যানের পাশের কাটারাগামা এলাকার খোলা প্রান্তরে একটা বুনোহাতি ঘুরে বেড়াচ্ছিলো। এসময় এক যুবক সেখানে এসে বলে ‘দেখ, আমি কীভাবে হাতিটিকে বশ করি’। এরপর ওই যুবক হাতিটির কাছে গিয়ে সম্মোহনের চেষ্টা করে। ওই যুবককে কাছে আসতে দেখেই ভড়কে যায় হাতিটি। এরপরই তার ওপর হামলা চালায়। হাতিটি প্রথমে ওই যুবককে শুর দিয়ে পেচিয়ে মাটিতে আছড়ে ফেলে। পরে পা দিয়ে পিষে দেয়।

বনরক্ষীরা অনেক চেষ্টা করে হাতির কবল থেকে উদ্ধার করে ওই যুবককে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, শ্রীলংকায় প্রচুর বুনো হাতি রয়েছে। ২০১১ সালে দেশটির বনবিভাগের এক জরিপে পাঁচ হাজার ৮৭৯টি হাতি রয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত